শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মালিঝি নদীতে উজান থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা। মাঝবয়সি ওই নারী একজন আদিবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উজান থেকে আসা অর্ধগলিত লাশটি সোমবার সন্ধ্যায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে ওসি সোহেল রানা বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি আদিবাসী নারীর। ময়নাতদন্তের পর লাশটি মাটিচাপা দেওয়া হতে পারে। সম্প্রতি পাহাড়ি...