চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ১০ জনের মধ্যে পাঁচজন মারা গেলেন। ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই শ্রমিক মারা যান। নিহত মো. হারেছ ওরফে হারুন (৩০) চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দারডেবা এলাকার নুরুল ইসলামের ছেলে। হারেছের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের প্রধান মো. সোলাইমান ফারুকী। চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিকের মৃত্যুরাসায়নিক গুদামে আগুন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী দগ্ধ২ ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ, পিপিও পুড়ে গেছে: ডিজি গত ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ-সাতকানিয়ার সীমানাবর্তী নির্জন এলাকা দ্বীপ চরতী সর্বিরচরে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে...