ঢাকার মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “দুপুর দেড়টার দিকে সাতজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন।” জরুরি বিভাগের একজন সিনিয়র স্টাফ নার্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতজন এসেছেন। তাদের অবস্থা ভালো না। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।” গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের তেল রাখার খালি ট্যাংক পরিষ্কার করতে তিন জন এসেছিল। একটার দিকে ওই কাজ করার সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে আগুন লাগে। তাতে ওই তিন জন, আমাদের স্টাফ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।" তিনি বলেন, “কীভাবে আগুন...