বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনে দাঁড়ানো যাত্রীদের শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালুর নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে ট্রেনে ও মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফভাড়া নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং মানবাধিকারকর্মী মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিট আবেদ দায়ের করেন। রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ((ডিএমটিসিএল)) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। আরও পড়ুনমেট্রোরেল চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত, আসবে সোয়া ৪ মিনিট পরপর রিটের বিষয়টি নিশ্চিত করে মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, মোট ১৩টি বিষয়ে রুল ও নির্দেশনা জারির জন্য চাওয়া হয় জনস্বার্থে। এগুলো হলো- (১) ট্রেনে দাঁড়ানো যাত্রীদের...