নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের শাঁখারীপল্লীতে এখন ব্যস্ততার চূড়ান্ত সময় পার করছেন শাঁখা কারিগররা। আর ক’দিন পরেই শারদীয় দুর্গাপূজা। এই পূজাকে ঘিরেই সবচেয়ে বেশি চাহিদা বাড়ে শাঁখার। তাই দিনরাত পরিশ্রম করে চলেছেন এখানকার কারিগররা। তবে শাঁখা এখন আর শুধু পূজার অলঙ্কার নয়, এটি হিন্দু নারীদের ঐতিহ্য ও শুভলক্ষণ এর প্রতীক। বিবাহিত নারীর হাতে শাঁখা মানে সৌভাগ্যের চিহ্ন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন জামনগরের শাঁখারীরা। সম্প্রতি এই শাঁখাশিল্প “জি আই” পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় থাকায় স্থানীয় কারিগরদের মাঝে তৈরি হয়েছে নতুন আশার আলো। জানাযায়, জীবন ও জীবিকার তাগিদে মান্না উপসাগরের তীর থেকে শঙ্খশিল্পীরা প্রথমে বসতি গড়ে তোলে বঙ্গোপসাগরের তীরঘেঁষা বাখেরগঞ্জে। ১৬১০ খ্রিস্টাব্দে সোনারগাঁ হতে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করা হয়। নতুন নগর প্রতিষ্ঠার দৃষ্টি ভঙ্গিতে তখন বিভিন্ন পেশার...