জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনায় উদ্বিগ্ন বা হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলছেন, তবে এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক ঘটনা। মঙ্গলবার নিউইয়র্কে তিনি এ কথা বলেন। সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমি বিব্রত না, কারণ এটা বাংলাদেশের কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখনই কোনো সরকারপ্রধান সফর করেন, বিরোধী দল যে–ই থাকে এখানে এসে স্লোগান দেয় ডিম মারে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, হতাশ হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না। ১০ জন এসে একটা ডিম মেরে দিতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ঘটনা। এই কালচারের অবসান হওয়া উচিত, যারা করেছে তারাও অপমানিত হয়েছে।’ জামায়াতের এই নেতা আরও বলেন, ‘এবার একটু ব্যতিক্রমী উদ্যোগ হয়েছে। কোনো...