নিজস্ব প্রতিবেদকঃআগারগাঁও ও কল্যাণপুর ‘চ’ খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্প্রতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জলাবদ্ধতা নিরসন এবং খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখা। পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানিয়েছেন যে, ডিএনসিসি নিয়মিত বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রোববার আগারগাঁও ও কল্যাণপুর খাল খনন ও পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হয়েছে। সংস্থার প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই কাজগুলো সম্পন্ন করা হয়েছে। একই সময়ে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার জন্য ডিএনসিসি অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ অভিযানে নেমেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সংস্থার পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনসিসি প্রশাসকের নির্দেশে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে নগরের সব ১০টি অঞ্চলে একযোগে এই অভিযান শুরু হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের...