বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র তিন মাস আগে পশ্চিম তীরের জেরিকো শহরের রাস্তায় অনুশীলন করছিলেন মুহাম্মদ দোয়েদার। খেলাধুলার মতো সুবিধা নেই, নেই আধুনিক প্রযুক্তি।শুধু স্বপ্ন ছিল, বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পতাকা উড়ানো। জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে গত সপ্তাহে তিনি সেই স্বপ্ন পূরণও করলেন। ৮০০ মিটার হিটে ১:৫৩.৬৩ মিনিট সময় নিয়ে দৌড় শেষ করলেন শেষের দিকেই, কিন্তু তবুও তিনি গর্বিত, কারণ একমাত্র প্রতিনিধি হিসেবে দেশকে তুলে ধরতে পেরেছেন। দৌড় শেষে হাঁপাতে হাঁপাতে দোয়েদার বলেন, ‘ফিলিস্তিনের মানুষদের আমি দুঃখিত বলছি। আমি জানি আমি আরও ভালো করতে পারি। মাত্র দুই ল্যাপ—আমি জানি পারব। ’ ইসরায়েলের দমন-পীড়নে এ পর্যন্ত ৮০০’র বেশি ফিলিস্তিনি অ্যাথলেট নিহত হয়েছেন। সেই প্রেক্ষাপটে দোয়েদারের কণ্ঠ কেঁপে উঠল, ‘ফিলিস্তিনের শিশুরাও স্বপ্ন দেখে। আমাদের চোখ আছে, হাত আছে, পেশি আছে। আমাদেরও অধিকার আছে। ’ দোয়েদার...