যুক্তরাজ্যে ভিসা আবেদন কীভাবে করবেন, খরচ কেমন- এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। তাদের জন্য স্বস্তির খবর হলো- যুক্তরাজ্যে ভিসা আবেদন সম্পূর্ণ অনলাইনেই করা যায়। তবে আবেদনকারীর উদ্দেশ্য, ভ্রমণের ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়ায় ভিন্নতা থাকতে পারে। বেশিরভাগ ভিসার জন্য অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করা যায়। যদি পরিবারের সদস্যরা একসঙ্গে যেতে চান, তবে প্রত্যেককে আলাদা করে আবেদন করতে হয়। * ভ্রমণ ভিসা: ভ্রমণের ৩ মাস আগে আবেদন করা যায়।* কাজের ভিসা: চাকরির শুরুর তারিখের ৩ মাস আগে।* স্টুডেন্ট ও চাইল্ড স্টুডেন্ট ভিসা: কোর্স শুরুর ৬ মাস আগে।* স্থায়ীভাবে বসবাসের (সেটেলমেন্ট) আবেদন: অনুমোদন পেতে সর্বোচ্চ ৬ মাস লাগতে পারে। যুক্তরাজ্যে ভিসার আবেদন করতে হলে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয়, যা ভিসার ধরন ও মেয়াদের ওপর নির্ভরশীল। সর্বশেষ তথ্য অনুযায়ী,...