শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সাংস্কৃতিক আবেগেরও প্রতীক। পূজার দিনগুলোতে তাই নারীদের সাজগোজে থাকে ভিন্ন মাত্রা। তবে এ সাজ কেবল বাহ্যিক নয়, বরং আরাম, আত্মবিশ্বাস আর সৌন্দর্যের এক সুন্দর সমন্বয়। অষ্টমী বা নবমীর ভিড়ের আগে ষষ্ঠী-সপ্তমীতে সাজ হতে পারে অনেকটাই সহজ-সরল। হালকা রঙের কটন বা হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে ছোট্ট টিপ আর কানের ছোট দুলই যথেষ্ট। লম্বা খোলা চুল বা সাধারণ বেণীও মানিয়ে যায়। আরামদায়ক স্যান্ডেল পায়ে থাকলেই পূজামণ্ডপে ঘুরে বেড়ানো আরও আনন্দদায়ক হবে। অষ্টমীর অঞ্জলির দিন সাজগোজে থাকে বিশেষ আমেজ। এদিনে লাল-সাদা শাড়ি যেন চিরায়ত নিয়ম। লাল টিপ, লাল চুড়ি আর হালকা গলার হার এনে দেয় পূর্ণতা। চাইলে চোখে হালকা কাজল টেনে ঠোঁটে হালকা লাল বা নিউড লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। ভারী সাজের দরকার নেই, বরং পরিষ্কার-পরিচ্ছন্ন...