ফরিদপুর সদর উপজেলার চতর কুমার নদে ভেলা বাইচ ও লাঠিখেলা দেখতে হাজারো মানুষ ভিড় জমায়। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত হাজারো মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। ছবি: এন কে বি নয়ন সম্প্রতি উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরকান্দি-চত্বর,(কাদেরদি নতুন ব্রিজ সংলগ্ন) এলাকায় কুমার নদে এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সবুজ বোর্ড মিল ও এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো ধরে রাখতে লাঠিখেলা ও ভেলা বাইচের আয়োজন করা হয়। এসব খেলা দেখতে নদের দুই পাড়ে হাজার হাজার মানুষের মিলন মেলা ঘটে। ৮/১০ টি ভেলা ও কয়েকটি গ্রুপ লাঠি খেলোয়াড় এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ...