সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ছয় বছর পর আবারও ফিরলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি)সভাপতি পদে। সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর আগে এই পদে ছিলেন তার বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলী। ছয় বছরের মেয়াদ শেষ করার পর এই পদ ছাড়লেন তিনি। এর আগে ২০১৫-২০১৯ সাল পর্যন্ত বেঙ্গল ক্রিকেটের সভাপতির পদে ছিলেন সৌরভ। এরপর বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিয়ে সেখানে ছিলেন ২০২২ সাল পর্যন্ত। ২০২১ সালে আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর চলতি বছরের শুরুর দিকেই গাঙ্গুলীকে আবারও এই পদে নিয়োগ দেওয়া হয়েছে । ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সৌরভ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তার তাৎক্ষণিক কিছু অগ্রাধিকার তুলে ধরেছেন। তার প্রথম লক্ষ্য হল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের দর্শক আসন ১ লাখে উন্নীত করা।...