ঢাকা:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার দাবিতে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ডেকেছে দলটি। দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। নাহিদ ইসলাম বলেন, আজ অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাদের হত্যার নীলনকশা নিয়ে আক্রমণ করতে দেখেছি। উপদেষ্টা ও গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম যখন বিদেশ...