সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করবে তারা বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে এবং যারাই এটা করবে তাদের রাজনীতির জন্য কাল হবে। আমাদের এখন দরকার বাংলাদেশ পুনর্গঠন প্রশ্নে একমত হওয়া, আওয়ামী পুনর্বাসন প্রশ্নে নয়।"আরো পড়ুন:নাহিদ ইসলামের সাফ কথা, ‘নিম্নকক্ষে আমরা পিআর চাই না’মানবতাবিরোধী অপরাধ মামলা: নাহিদের জবানবন্দি পেশ নাহিদ ইসলামের সাফ কথা, ‘নিম্নকক্ষে আমরা পিআর চাই না’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, “একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের...