গণ বিশ্ববিদ্যালয়ে মোট ৪,৭৬১ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে গকসু নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় এখন সরব পুরো ক্যাম্পাস। তবে আলোচনায় এগিয়ে রয়েছেন নারী প্রার্থীরাও। সাধারণ সম্পাদক, সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদে তাদের পদচারণা শিক্ষার্থীদের মনে নতুন প্রত্যাশা জাগিয়েছে। গকসুর সূচনা ২০১৩ সালে। সেই প্রথম সংসদেই নারী নেতৃত্ব দৃশ্যমান হয়। তখন সহ-সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক পদে ছিলেন জিনাত রেহানা (মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং), নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন হাফিজা খান লীনা (আইন), সহ-নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন সাদিয়া হালিম (রাজনীতি ও প্রশাসন), সেমিনার ও বিতর্ক সম্পাদক ছিলেন মাহমুদা বেগম (ইংরেজি) এবং সহ-সেমিনার ও বিতর্ক সম্পাদক ছিলেন লিনা নার্গিস (এমবিবিএস)। সেবার ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন এমবিবিএস ব্যাচের মিশু। দ্বিতীয় সংসদে (২০১৫) আলোচনায় আসেন আইন বিভাগের কণিকা। তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা...