যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতের এ ঘটনায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা হয় এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালমন্দ করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের একদল উচ্ছৃঙ্খল সমর্থক এ হামলা চালায়। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি আজ কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলেন না? কেন তিনি ও সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে আলাদাভাবে চলে...