গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থনের দায়ে নিজের ম্যানেজার ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ-আলবেনীয় পপ-তারকা ডুয়া লিপা। এই পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি তার ধারাবাহিক সমর্থনের সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সংগীত জগতের বড় অনুষ্ঠান গ্ল্যাস্টনবারি ফেস্টিভাল থেকে ফিলিস্তিনপন্থি আইরিশ ব্যান্ড নিক্যাপকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে লেখা একটি চিঠিতে সই দেন ডুয়া লিপার ইহুদি ধর্মাবলম্বী ম্যানেজার ডেভিড লেভি। সংগীতাঙ্গনের একাধিক কর্মী ওই চিঠিতে সই দিয়েছিলেন। সবার ওপরেই লেভির নাম ছিল। ওই চিঠি জনসম্মুখে প্রকাশ পেলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে অবশ্য ওই অনুষ্ঠানে কোনো বাধা ছাড়াই নিক্যাপ গান পরিবেশন করে। ডেইলি মেইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের...