ঢাকা: ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আন্দোলন দীর্ঘদিনের হলেও সম্প্রতি বিষয়টি নতুন গতি পেয়েছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশ একের পর এক এগিয়ে আসায়। গত রবিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়। তাদের পরপরই একই ধরনের ঘোষণা দেয় পর্তুগাল।এদিকে, ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিতে চলেছে বলে জানা গেছে। এর আগেই চলতি বছরের ২০ মার্চ মেক্সিকো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ।তবে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রভাবশালী রাষ্ট্রগুলো এত দিন ধরে দ্বিধায় ছিল। সেই চিত্র এবার বদলাতে শুরু করেছে।বাংলাদেশের স্বীকৃতিস্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের মুক্তি...