মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও এলাকার সাইটুলা খামার প্রজেক্ট–২-এ আবারও বৈদ্যুতিক তারে জড়িয়ে আরেকটি বিপদাপন্ন বন্যপ্রাণী লজ্জাবতী বানর প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী উদ্ধার ও সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। তিনি বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল নোয়াগাও সাইটুলা খামার প্রজেক্ট–২ এর ম্যানেজার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান যে, একটি লজ্জাবতী বানর বৈদ্যুতিক তারে আটকে গেছে। খবর পেয়ে আমি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও লিটন দেবকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখাসে গিয়ে দেখি যে লজ্জাবতী বানরটি বৈদ্যুতিক তারে ঝুলে আছে। এরপর ফোনে স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করলে তারা প্রায় ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এরপর বানরটিকে নিচে নামানো হলে দেখা যায়, দুঃখজনকভাবে বানরটি মারা গেছে। তার শরীরে...