২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামের সড়কটি বিলীন হচ্ছে বড়াল নদে। অতি বৃষ্টির কারণে বড়াল নদের পাশ দিয়ে চলে যাওয়া সড়কটি ভেঙে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়াল নদের উত্তর পাশে পূর্ব রামনগর গ্রামে যাতায়াতের সড়কটি বড়াল নদে ধসে পড়েছে। এতে করে ওই গ্রামের পাঁচ শতাধিক পরিবারের চলাচলে চরম দুর্ভোগ হতে হচ্ছে। এ বিষয়ে বিলচলন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে আমি বিষয়টি ইউনিয়ন পরিষদের প্রশাসককে অবগত করেছি। সড়কটি দ্রুত সংস্কার না করা হলে, ক্রমান্বয়ে ভেঙে নদীতে পড়ে যাবে। ফলে দুর্ভোগ আরো বাড়বে এলাকাবাসীর। এ বিষয়ে বিলচলন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ মতিউর রহমান বলেন, এ...