২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম মানিকগঞ্জে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় স্থানীয় দোয়াত আলী মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এসময়, গ্ৰাহকদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঢাকা উত্তর জোনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের মানিকগঞ্জ শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দোয়াত আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, দোয়াত আলী আলী মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের...