নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ওয়াজ-মাহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সম্পর্কে ‘মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান সিনেট সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আইনি নোটিশে উল্লেখ করা হয়, আমির হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে নিজেকে জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করে বলেন:“আবাসিক হলে ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে, আর শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।” এই বক্তব্যকে নোটিশদাতা “ঘৃণিত মিথ্যাচার ও মানহানিকর” হিসেবে আখ্যা দেন। ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের ভাষ্য মতে, মুফতি হামজার এই বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের সুনাম ও গৌরবকে কলুষিত...