টেলিভিশনে বিনোদনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করল গুগল। এখন গুগল টিভিতে চালু হলো কথোপকথন এআই সহকারী জেমিনি, যা কেবল কণ্ঠনির্দেশ নয়, বরং স্বাভাবিক কথোপকথনের মাধ্যমেই আপনাকে পছন্দের কনটেন্ট খুঁজে দিতে পারবে। একইসঙ্গে প্রিয় অনুষ্ঠান বা সিনেমা নিয়ে আরও তথ্য জানতেও সাহায্য করবে এই নতুন ফিচার। গুগল জানায়, এতদিন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে টিভিতে ভয়েস কমান্ড দেওয়া সম্ভব হলেও এবার জেমিনির মাধ্যমে ব্যবহারকারীরা স্বতঃস্ফূর্ত আলাপচারিতার মাধ্যমে কনটেন্ট বাছাই, ভ্রমণ পরিকল্পনা এমনকি জটিল হোমওয়ার্কের উত্তরও পেতে পারবেন। কেবল ‘হেই গুগল’ বললেই বা রিমোটের মাইক্রোফোন বোতাম চাপলেই চালু হবে এই সুবিধা। পরিবারের সবার জন্য মুভি নাইট বেছে নিতে আর বিতর্ক নয়। জেমিনিকে বললেই পছন্দ অনুযায়ী সিনেমা সাজেস্ট করবে। নতুন সিজন শুরু হলে আগের সিজনের সারাংশও জেনে নেওয়া যাবে সহজেই। নাম মনে না থাকলেও...