এ সময় র্যাব মহাপরিচলাক বলেন, ‘যারা পূজা মণ্ডপে হামলা চালায় তারা কাপুরুষ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।’ মহাপরিচালক আরও জানান, সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপসহ দেশের সব ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। র্যাব প্রধান বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে দেশের প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার হবে। প্রযুক্তির মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। সারা দেশে ৩৫ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।’ শহিদুর রহমান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই। আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে...