মাজার ও মন্দিরে হামলাকারীদের ‘অপরাধী’ অভিহিত করে তাদের কোনো ধর্মীয় পরিচয় ‘নেই’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার চট্টগ্রামের গোল পাহাড় কালী মন্দির ও শ্মশান পরিদর্শন করে কথা বলছিলেন এই উপদেষ্টা। সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় আসন্ন দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে তাগিদ দেন। মণ্ডপে হামলার শঙ্কা থাকলে যে কোনো ধর্মের মানুষের সযোগিতা চাইতেও পরামর্শ দিয়েছেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড। মাজারেও হামলা চালায়। মন্দিরও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। “যারা উপাসনালয়, যে কোন ধর্মের উপাসনালয়- মাজার, ধর্মীয় স্থাপনা যারা...