রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘মেইড ইন পাকিস্তান’ প্রদর্শনী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। এবারের প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন শিল্পখাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করা এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরি করা। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে। এ প্রদর্শনীর উদ্বোধন করেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও হাসান আরিফ। স্বাগত বক্তব্য দেন পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রির (পিএইআই) চেয়ারম্যান ফাহাদ বারলাস। ফাহাদ বারলাস বলেন, “তৃতীয়বারের মতো বাংলাদেশে এই আয়োজন হচ্ছে। তবে দুঃখজনকভাবে দীর্ঘদিন পর আবার আয়োজন সম্ভব হলো। এবার প্রায় ৮০ কোম্পানি পোশাক, খাদ্য, অ্যাক্সেসরিজসহ নানা খাতে...