যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবার একটি নির্বাহী আদেশে ফ্যাসিবাদবিরোধী অ্যান্টিফা আন্দোলনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প সোমবার এই নির্বাহী আদেশে সই করেছেন। ডানপন্থি রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর বামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার ধারাবাহিকতায় এবার ফ্যাসিবাদবিরোধী অ্যান্টিফা আন্দোলনকে নিশানা বানালেন তিনি। গত ১০ সেপ্টেম্বর দুপুরে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ৩১ বছর বয়সী কার্ক। সে সময় দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় ২২ বছর বয়সী এক টেকনিক্যাল কলেজ শিক্ষার্থী হত্যার অভিযোগে গ্রেপ্তার হলেও পুলিশ এখনো হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি এবং কোনো সংগঠিত গোষ্ঠীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক আছে বলে জানায়নি। রয়টার্স লিখেছে, তবু ট্রাম্প প্রশাসন এ হত্যাকাণ্ডকে অজুহাত হিসেবে নিয়ে বামপন্থি সংগঠনগুলোকে...