ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনিয়োর হাত থেকে যখন ব্যালন দ’র নেন উসমান দেম্বেলে, তার চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। পরক্ষণেই অবশ্য আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মাইকের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করার সময় চোখে জল চলে আসে তার। পরে পুরস্কারটি পুরো দল ও ভক্তদের উৎসর্গ করেন এই পিএসজি তারকা। প্যারিসে সোমবার জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর পুরস্কার, ব্যালন দ’র ২০২৫। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জেতেন ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন দেম্বেলে। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন ৫৩...