ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে সোমবার দিবাগত মধ্যরাতে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্থানীয় মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), যিনি এলাকায় ‘মঞ্জের পাগল’ নামে পরিচিত, তিনি মন্দিরে প্রবেশ করে ৬টি বিগ্রহের মাথা ভেঙে ফেলেন।মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মনজের আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদা ছেনার কাজ করতে দেখা গেছে। তিনি বলেন, “এটা তার মানসিক অস্থিরতার ফল, নাকি কারো প্ররোচনায় এ ঘটনা ঘটেছে, তা তদন্তে বেরিয়ে আসবে।”মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত স্থানীয় লোকজন মন্দিরে পাহারায় ছিলেন। পরে মনজের আলী মন্দিরে ঢুকে অসুর, কার্তিক ও সরস্বতীসহ মোট ৬টি বিগ্রহের মাথা ভাঙেন।ঘটনার পরপরই ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি)...