ঢাকা: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে চলমান উত্তেজনার মধ্যেই দেশটিতে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং চলতি সপ্তাহেই মস্কো ও তেহরানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।ইরানের ভাইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনাকে এই তথ্য জানিয়েছেন। রোববার একটি সরকারি সফরে মস্কো গেছেন তিনি।এসলামি জানান, রাশিয়া এর আগে ইরানকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছিল, এবং তেহরান তা গ্রহণ করেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যেই তার সফর।রাশিয়ার প্রস্তাব অনুযায়ী, নির্মিতব্য এই আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২০ গিগাওয়াট, অর্থাৎ ২০ হাজার মেগাওয়াট।প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে গত বেশ কয়েক বছর ধরে বিরূপ...