২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম বরিশালের বাকেরগঞ্জে ঘূর্ণিঝড়ের আগাম ঝুঁকি মোকাবিলায় কমিউনিটি ও সরকার কর্তৃক পরিচালিত আগাম সতর্কতা ব্যবস্হা এবং পরিবার ভিত্তিক জরুরি পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অক্সফাম বাংলাদেশের সহোযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনসার উদ্দিন মোল্লা, ১০ নং গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইউম খানসহ গারুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঝুকিপূর্ণ এলাকার ৩০ জন সদস্য। প্রশিক্ষণ পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ, এবং পরিবেশ বিজ্ঞান...