২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় টানা ভারিবর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরইমধ্যে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাতভর বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট, একবালপুর, বেহালা ও হরিদেবপুরে পৃথক ঘটনায় এই সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া জলাবদ্ধতার কারণে শহরের যান চলাচল, মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। নিচু এলাকার বহু বাড়িতে পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে। এরইমধ্যে পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, দক্ষিণ...