প্রো-প্যালেস্টাইন গ্রুপ ‘নিসক্যাপ’-এর বিরুদ্ধে কুৎসা প্রচারণার কারণে নিজের ম্যানেজারকে সরিয়ে দিলেন বিশ্ববিখ্যাত ব্রিটিশ সংগীত তারকা দুয়া লিপা। দীর্ঘদিনের ইহুদি ম্যানেজারের নাম ডেভিড লেভি। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে জানা গেছে, লেভিই আয়ারল্যান্ডের র্যাপ গ্রুপ ‘নিসক্যাপ’-কে গ্লাস্টনবারি উৎসব থেকে সরিয়ে দেওয়ার জন্য কুৎসা রটনায় যুক্ত ছিলেন। ডেইলি মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন বিরোধী ‘গোপনীয়’ সেই চিঠিতে লেভি প্রথম স্বাক্ষরকারী ছিলেন। যা উৎসবের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসকে পাঠানো হয়েছিল। সেখানে নিসক্যাপকে তাদের রাজনৈতিক অবস্থানের (ফিলিস্তিনের পক্ষে বলায়) কারণে বাদ দেওয়ার দাবি জানানো হয়। চিঠিটি ফাঁস হওয়ার পর দুয়া লিপা তার ম্যানেজারের সঙ্গে পেশাদার সম্পর্ক শেষ করেন। সংস্কৃতি জগতের এক সূত্র জানিয়েছে, দুয়া নিশ্চিত করেন যাতে ডেভিড লেভি আর তার কোনো সংগীত প্রযোজনা না করেন। কারণ, দুয়া প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান...