ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের খানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, খানপাড়ার বাসিন্দা শিক্ষক মোস্তাকুল আলমের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে মৃত্যুবরণ করেন এবং তার মা রহিমা খাতুন মারা যান ছয় মাস আগে। তাদের দু’জনকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবরস্থানটির দুটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।মঙ্গলবার সকালে স্থানীয়রা কবরগুলো খোলা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি মৃতদের পরিবারের সদস্যদের জানান। পরে পরিবার থেকে ভালুকা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।ভুক্তভোগী মোস্তাকুল আলম বলেন, “কে বা কারা রাতের আঁধারে আমার স্ত্রী ও মায়ের কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে, তা...