বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং এতে সব রাজনৈতিক দল—এমনকি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও অংশগ্রহণ করুক, বিএনপি তাই চায়। ঢাকার গুলশানে দলের দপ্তরে ভারতেরপশ্চিমবঙ্গের দৈনিক এই সময়কেদেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামি লীগ বা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) অথবা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না এমন একটি প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। ওই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি। তার শাস্তি তিনি পেয়েছেন। একই কাজ করলে...