ভারী বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নচাপের জেরে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালেও।রাত ১২টা থেকে সকাল ৭টা অব্দি শহরে বৃষ্টি হয়েছে দুইশ মিলিমিটার। এ পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিভিন্ন এলাকায়। এর জেরে জনজীবন প্রায় স্তব্ধ! টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় জলমগ্ন। কোথাও হাঁটুজল তো কোথাও কোমর অব্দি। কলকাতাসহ শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু বাড়ির একতলা ভেসে গেছে পানিতে। রেললাইনে পানি জমায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বন্ধ মেট্রোরেল চলাচল। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পূজার প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গেছে সাজসজ্জার সামগ্রী। পূজার মুখে সাম্প্রতিককালে এমন দুর্যোগের সাক্ষী হয়নি শহরবাসী। ভারী বৃষ্টিতে পূজামণ্ডপগুলোতে...