পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান হামিদ ফেব্রিক্সের কারখানা গ্যাস সংকটে পড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ তথ্য জানিয়েছে। তথ্যমতে, গত দুই বছর ধরে তাদের কারখানার গ্যাস লাইনে প্রত্যাশিত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছিল। অবশ্য গ্যাসের বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের মাধ্যমে উৎপাদন সচল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গ্যাস সংকট তীব্র হওয়ায়, কোম্পানির কারখানায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না। ফলে...