চলতি এশিয়া কাপে ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রতিপক্ষে যেই থাকুক না কেন, তাদের গুঁড়িয়ে দিচ্ছে সূর্যকুমার যাদবের দল। আগামীকাল বুধবার সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। তার আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বললেন, ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। বরং সব দলই ভারতকে হারানোর ক্ষমতা রাখে। দুবাইয়ে আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, ওই সাড়ে তিন ঘণ্টায় কী হলো—সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠলেও শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টাইগারদের শুরুটা হয়েছে দারুণ। ভারতকে হারালে ফাইনালের পথে এগিয়ে যাওয়া যাবে। ভারতের বিপক্ষে...