সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাদিয়া চাঁদপুর ইউনিয়নে পানির তীব্র স্রোত ও ঘূর্ণাবতে ২৫টি বসত ঘর যমুনা নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদারাসাসহ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার ঘর নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ নদী ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রায় ৪০০ মিটার এলাকা ও বেশ কিছু বসতভিটা নদীতে বিলীন হয়েছে।”আরো পড়ুন:‘এক কেজি চাল আনতে মই বেয়ে দেয়াল টপকাতে হয়’৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানান, শুক্রবার বিকেল থেকে ভাঙন শুরু হয়। আতঙ্কে নদী পাড় থেকে খুঁটি খুঁলছে, টিনের চাল সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। পুরুষদের এ কাজে পরিবারের নারীরাও সাহায্য করছেন। ভাঙন থেকে রক্ষা পেতে নদীর তীর থেকে ঘর...