জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের কটূক্তির অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তাসনিম জারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কাজ নতুন কিছু নয় এবং এভাবে নারীদের দমিয়ে রাখতে পারবে না। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানা নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। তাসনিম জারা বলেন, এটা আসলে নতুন না, আমরা গত বছর থেকেই দেখেছি, যেসব নারীরা অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এখন রাজনীতিতে প্রবেশ করেছে, তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটূক্তি, হেয় প্রতিপন্ন করা ও চরিত্র হননের চেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল। সেটাই আজ আবারও প্রকাশিত হলো। কিন্তু এটা নারীদের দমাবে না। আমরা আছি, আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছে, আরও অনেকে যুক্ত হবে। এনসিপির এ যুগ্ম আহ্বায়ক...