
মৃত্যুর পাঁচ দিন পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের। আসামের কামারকুচি এনসি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়৷ জুবিন ছিলেন নিঃসন্তান। তার মুখে আগুন দিলেন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। আসাম পুলিশ গান স্যালুট জানান এই বিখ্যাত গায়ককে।আরো পড়ুন:ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য বিশেষ চমকফের বিয়ে করলেন শবনম ফারিয়া এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। লাখ লাখ অনুরাগী ভিড় জমিয়েছিলেন। চন্দন কাঠে সাজানো চিতায় তোলা হয় গায়কের দেহ৷ পুরোহিতদের মন্ত্রোচ্চারণে চোখের জলে জুবিনকে শেষ বিদায় জানায় আসামবাসী ও তার ভক্তরা ৷ সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী এবং আসাম গণপরিষদের (এজিপি) কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, ‘‘কামারকুচির শেষকৃত্যস্থলে জুবিন গার্গের...