মানিকগঞ্জের ঘিওরে বসতঘর থেকে মুখ বাঁধা অবস্থায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাশিদার দুই স্বজনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, ডাকাতরা তাকে হত্যা করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন...