প্রশ্ন:চলন্ত ট্রেনে নামাজ আদায়ের সময় কিবলামুখী হবো কীভাবে? নামাজের মধ্যে কিবলা ঘুরে গেলে কী করবো? উত্তর:চলন্ত ট্রেনে নামাজে দাঁড়ানোর সময় কিবলার দিক নিশ্চিত হয়ে সেদিকে ফিরে দাঁড়াবেন। ট্রেন ঘুরে যাওয়ার কারণে কিবলার দিক পবির্তন হয়েছে বুঝতে পারলে নামাজের ভেতরই কিবলার দিকে ঘুরে যাবে। কিবলার দিক পরিবর্তন হয়েছে বোঝার পরও কিবলার দিকে না ঘুরলে নামাজ নষ্ট হয়ে যাবে। ওই নামাজ আবার পড়তে হবে। তবে যদি শুরুতে কিবলার দিক নিশ্চিত হয়ে কিবলামুখী হয়ে দাঁড়ান এরপর নামাজের ভেতর কিবলা পরিবর্তন হয়েছে বুঝতে না পারেন এবং ওই দিকে ফিরেই নামাজ শেষ করেন, তাহলে নামাজ হয়ে যাবে। প্রতিদিন পাঁচ ওয়াক্তে ১৭ রাকাত নামাজ আদায় করা ফরজ। ইশার নামাজের পর তিন রাকাত বেতর আদায় করা ওয়াজিব। এ নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা ফরজ। কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া...