গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকাল টঙ্গীর একটি কেমিক্যাল গুদামে দুর্ঘটনায় দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের চারজন সদস্যকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের দগ্ধের মাত্রা গুরুতর, আর বাকি দুজন তুলনামূলক কম দগ্ধ হয়েছেন।তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল। এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত, এবং চিকিৎসক ও সংশ্লিষ্টরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তারা (আহত দগ্ধরা) যেন...