ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে বিদায় জানাল গোটা দেশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অশ্রুসিক্ত পরিবেশে সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। প্রিয় গায়কের মৃতদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। অগণিত ভক্তের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে স্ত্রী গরিমার দেওয়া জুবিনের প্রতি শেষ উপহার মুহূর্তেই ভিজিয়ে দিল সবার চোখ।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, ‘আমি যখন মারা যাব, তখন আসামের উচিত এই গানটি গাওয়া।’ ২০০১ সালে ‘মায়াবিনী’ গান নিয়ে এ কথা বলেছিলেন জুবিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামের ‘প্রিয় রকস্টার’-কে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। সেসময় তার লাখ লাখ ভক্তের মুখে শোনা গিয়েছে ‘মায়াবিনী’র সেই লাইন। যে গান সমস্ত অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল জুবিনের।গুয়াহাটির কাছে আসামের কামরূপ জেলার কামারকুচি এনসি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গায়কের শ্মশানযাত্রা...