দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, বার্মিজ পাইথন সাধারণত নিরীহ প্রকৃতির এবং এই প্রাণী বনের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ধার করা অজগরটিকে বন বিভাগের কার্যালয়ে নিয়ে এসে পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করা হয়েছে।দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান বলেন, বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ দায়িত্বশীল । স্থানীয়রা যেকোনো বিপজ্জনক প্রাণী দেখা মাত্রই দ্রুত আমাদের জানালে ব্যবস্থা নেয়া হবে।বন বিভাগের তথ্যমতে, চলতি বছর উখিয়ার বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ১৮টি বার্মিজ অজগর উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বনবিভাগ। বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রজাতি সাধারণত নিরীহ এবং শুধুমাত্র আত্মরক্ষায় প্রতিক্রিয়া দেখায়। জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।নিউজজি/নাসি দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান বলেন, বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ দায়িত্বশীল । স্থানীয়রা যেকোনো বিপজ্জনক প্রাণী দেখা মাত্রই দ্রুত...