ঢাকা: চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. হারুন ও মো. সালাউদ্দিন নামে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। বর্তমানে আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হারুনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। হারুন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে এবং সালাউদ্দিন সোমবার রাত ৯টা ২০ মিনিটে মারা যায়। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।উল্লেখ্য, এর আগে একই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।নিউজজি/এসএম ঢাকা: চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. হারুন ও মো. সালাউদ্দিন নামে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা...