ভারতের রাজস্থানের জোধপুরে হিন্দু রীতি-নীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইউক্রেনীয় দম্পতি স্তানিস্লাভ (৭২) ও আনহেলিনা (২৭)। চার বছর একসঙ্গে বসবাসের পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। জয়পুর ও উদয়পুরের পরিবর্তে শেষ পর্যন্ত রাজকীয় শহর জোধপুরকেই বেছে নেন তারা। বিলাসবহুল এক হোটেলে আয়োজিত এই বিয়েতে সম্পন্ন হয় হলুদ, বিয়ের শোভাযাত্রা, পানিগ্রহণ, হাতলেভা ও সাত পাকে জীবনের প্রতিজ্ঞাসহ সব অনুষ্ঠান। পুরোহিতের পরিচালনায় হিন্দু ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠিত হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। ভিডিও ফুটেজে দেখা যায়, বর স্তানিস্লাভ ঐতিহ্যবাহী শেরওয়ানি ও পাগড়ি পরেছিলেন, আর কনে আনহেলিনা ছিলেন মারওয়ারি বধূবেশে। পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, অতিথি ও স্থানীয়রা অংশ নেন আনন্দঘন এ আয়োজনে। রাজপ্রাসাদ, বর্ণাঢ্য সংস্কৃতি ও রাজকীয় আয়োজনের জন্য পরিচিত জোধপুরে প্রায়ই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে।...