নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আমদানি কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ ব্যাংক অগ্রিম অর্থ পরিশোধের সীমা দ্বিগুণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার অগ্রিম পাঠাতে পারবেন, যা আগে ছিল ১০ হাজার ডলার। এছাড়াও, রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রেরণের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সীমা বৃদ্ধির ফলে ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা কম ঝামেলায়, দ্রুত সময়ে অর্থ পাঠাতে পারবেন, যা সময় ও খরচ দুটোই কমাবে। এতে করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা সহজ হবে। বাংলাদেশ ব্যাংক...