নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ৮০টি বড় আকারের ইলিশ দুই লাখ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো কেনা হয়। আড়তদাররা জানান, প্রতিটি ইলিশের ওজন এক কেজির বেশি এবং কিছু মাছের ওজন দুই কেজিরও বেশি ছিল। প্রায় পাঁচ দিন সাগরে মাছ ধরার পর ১৭ জন জেলেকে নিয়ে হাতিয়ার জেলে মো. শাহেদ মাঝি এই ইলিশগুলো নিয়ে আসেন। তিনি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে মাছগুলো নিলামে তোলেন। সেখানে ব্যবসায়ী নাহিদ ব্যাপারী ইলিশগুলো ২ লাখ ১৩ হাজার টাকায় কিনে নেন। মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তের ম্যানেজার মো. ইরাক উদ্দিন বলেন, এই ধরনের মাছকে সেরা সাইজের ইলিশ বলা হয়। তাই ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে এগুলো কেনেন। আড়তের মালিক মো. আকবর হোসেন জানান,...